ক্রোয়েশিয়া বেতন কত, ভিসার দাম ও যেতে কত টাকা লাগে ২০২৫

বর্তমানে ক্রোয়েশিয়াতে প্রায় ১০ থেকে ১২ হাজার বাংলাদেশি শ্রমিক রয়েছে। ক্রোয়েশিয়া বেতন কত তা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে।

বর্তমানে ক্রোয়েশিয়া কাজের বেতন ন্যূনতম প্রায় ৬০ হাজার টাকা থেকে শুরু করে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

তবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী কাজের বেতন ২০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত কম বেশি হতে পারে।

ক্রোয়েশিয়া বেতন কত

বর্তমানে ক্রোয়েশিয়া বিভিন্ন ক্যাটাগরির কাজ রয়েছে। ক্রোয়েশিয়া বেতন কত হবে তা সাধারণত কাজের ক্যাটাগরি অনুযায়ী নির্ধারণ করা হয়। যেমন-

ক্রোয়েশিয়া ক্লিনার, ড্রাইভার এবং রেস্টুরেন্ট ওয়েটারের মতো কাজের বেতন ৫০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে।

এছাড়া ক্রোয়েশিয়া উচ্চপদস্থ কাজের ক্ষেত্রে ন্যূনতম বেতন ৮০ হাজার টাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকার উপরে হয়ে থাকে।

ক্রোয়েশিয়া সর্বনিম্ন বেতন কত

বর্তমানে ক্রোয়েশিয়া সর্বনিম্ন বেতন প্রায় ৪০ হাজার টাকা এবং পার্টটাইম কাজের ক্ষেত্রে নূন্যতম প্রায় ১০ হাজার টাকার মত প্রদান করা হয়।

এছাড়া ক্রোয়েশিয়া কিছু কাজ ঘন্টা হিসেবে করা যায়। এ সকল কাজে প্রতি ঘন্টা প্রায় ৭০০ থেকে ৮০০ টাকা মজুরি পাওয়া যায়।

ক্রোয়েশিয়া ভিসা দাম কত

বর্তমানে ক্রোয়েশিয়া ভিসার চাহিদা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। যার কারণে ক্রোয়েশিয়া ভিসার দাম পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে ক্রোয়েশিয়া ভিসা তৈরি করতে ভিসার ক্যাটাগরি অনুযায়ী ন্যূনতম প্রায় ২ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।

ক্রোয়েশিয়া ভিসা আবেদন

বাংলাদেশী শ্রমিকদের জন্য ক্রোয়েশিয়া জনপ্রিয় দেশ হলেও বর্তমানে বাংলাদেশে ক্রোয়েশিয়া দূতাবাস না থাকায় বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া ভিসা তৈরি করা যায় না।

তবে ভারতের নয়া দিল্লিতে অবস্থিত ক্রোয়েশিয়া দূতাবাস বা ভিএফএস সেন্টারে আবেদন পত্র জমা দিয়ে ক্রোয়েশিয়া ভিসা তৈরি করা যায়।

ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগে

বাংলাদেশে ক্রোয়েশিয়া দূতাবাস না থাকায় ভিসা প্রসেসিং এর জন্য ভারত যেতে হয়। যার ফলে ক্রোয়েশিয়া যাওয়ার খরচ কিছুটা বেশি হয়ে থাকে।

বর্তমানে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া যেতে ন্যূনতম প্রায় ৭ লাখ টাকা থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।

আরো পড়ুনঃ

শেষ কথা

ক্রোয়েশিয়া বেতন কত তা অনেকটা অঞ্চলের উপর নির্ভর করে। সাধারণত ক্রোয়েশিয়ার যে সকল অঞ্চল গ্রামের মতো ওই সকল অঞ্চলে কাজের বেতন তুলনামূলক কম। তবে কাজের অভিজ্ঞতা থাকলে ক্রোয়েশিয়াতে ভালো টাকা বেতন পাওয়া যায়। তাই কাজের অভিজ্ঞতা অর্জন করে ক্রোয়েশিয়া আসতে হবে। ধন্যবাদ।

FAQs (Frequently Asked Questions)

ক্রোয়েশিয়া কোন কাজের বেতন বেশি?

সাধারণত ক্রোয়েশিয়া ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং শিক্ষা সেক্টরে কাজের বেতন বেশি হয়ে থাকে।

ক্রোয়েশিয়া যেতে কত বয়স লাগে?

ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে ক্রোয়েশিয়া যেতে ন্যূনতম ১৮ বছর বয়স থাকতে হবে।

সৌদি থেকে ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগে?

বর্তমানে ৫ লাখ টাকা থেকে ৬ লাখ টাকায় সৌদি থেকে ক্রোয়েশিয়া যাওয়া যায়।

দুবাই থেকে ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগে?

দুবাই থেকে ক্রোয়েশিয়া যেতে প্রায় ৫ লাখ টাকার মত খরচ হয়ে থাকে।

কাতার থেকে ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগে?

বর্তমানে মাত্র ৪ লাখ টাকায় কাতার থেকে ক্রোয়েশিয়া যাওয়া যায়।

বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া বিমান ভাড়া কত?

বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া বিমান ভাড়া সাধারণত ৫০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে হয়ে থাকে।

ক্রোয়েশিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা?

বর্তমানে ক্রোয়েশিয়া টাকার রেট বাংলাদেশী টাকায় প্রায় ২০ টাকা।

Leave a Comment

Scroll to Top